১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সিধি জেলার একটি সরকারি হাসপাতালের অবনতিশীল অবস্থা সকলকে হতবাক করেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, রামপুর নায়ক কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে গবাদি পশুরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে রোগীদের জন্য সংরক্ষিত বিছানায় একটি কুকুর আরামে শুয়ে আছে, যা স্বাস্থ্যবিধি এবং হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। ভিডিওগুলোতে, হাসপাতালের কর্মীরা স্পষ্টতই অনুপস্থিত, কোনো ডাক্তার, নার্স, কম্পাউন্ডার বা নিরাপত্তা কর্মী উপস্থিত ছিলেন না। হাসপাতালের এ অবস্থা দেখে নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং সরকারের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন। স্থানীয়রা বলছেন, হাসপাতালে যদি এ পরিস্থিতি চলতে থাকে, তাহলে রোগীরা কোথায় যাবেন এবং কীভাবে চিকিৎসা সম্ভব হবে। সূত্র : জে এন। নিখোঁজের একদিন পর...