নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের দায়ে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (১৪ সেপ্টেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে বিএনপির এই নেতার বহিষ্কার সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিটি রোববার সন্ধ্যা ৬টায় পোস্ট করা হয়। জেলা বিএনপির নেতৃস্থানীয় একাধিক নেতা চিঠির সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে জেলা বিএনপির সভাপতির বিপক্ষ গ্রুপ করার কারণে তিনি প্রতিহিংসা পরায়ণ হয়ে সেলিম রেজা ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা তথ্য দিয়ে ও প্রভাব খাটিয়ে কেন্দ্রের নেতাদের ভুল বুঝিয়ে বহিষ্কার করিয়েছেন এমন অভিযোগে কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনের নেতৃত্বে বিশাল এক বিক্ষোভ মিছিল করেন প্রতিপক্ষ...