আইএফআইসি ব্যাংক পিএলসির বর্তমান পরিচালনা পর্ষদের এক বছর পূর্তি উপলক্ষে হয়ে গেল বিশেষ 'টাউন হল সভা’। শনিবার ব্যাংকটির প্রধান কার্যালয়ের মাল্টিপারপাস হলে 'পরিবর্তনের পরিক্রমায় এক বছর' শিরোনামে এ সভা হয়। এতে ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় গত এক বছরে ব্যাংকের বিভিন্ন সূচকে অর্জিত অগ্রগতি ও উন্নয়নের তথ্যচিত্র তুলে ধরা হয়। আলোচনা হয় ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশলগত দিকনির্দেশনা নিয়েও। ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন করপোরেট সুশাসন প্রতিষ্ঠা, সব অংশীদারের স্বার্থ সংরক্ষণ এবং সমাজ ও দেশের প্রতি ব্যাংকের দায়বদ্ধতা তুলে ধরেন। তিনি গত এক বছরের সাফল্যের জন্য বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ সব কর্মকর্তাকে ব্যাংকের উন্নয়নে একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা...