মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে হাজার শিক্ষার্থী পড়ার সুযোগ পেয়েও যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না। রোববার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ। ট্রাম্পের নিষেধাজ্ঞা কপাল পুড়েছে ১৯টি দেশের নাগরিকদের। বিপুল সময় ও অর্থ বিনিয়োগ করেও এখন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দেশগুলোর শিক্ষার্থীরা। আফগানিস্তানের ২১ বছর বয়সি শিক্ষার্থী বাহারা সাঘারি, তালেবানের নিষেধাজ্ঞার কারণে নিজ দেশে উচ্চশিক্ষা নিতে পারেননি। সেই তিনি নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের একটি কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন। কিন্তু ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তার উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন নষ্ট হয়ে গেছে। হতাশ হয়ে সাঘারি বলেন, যখন আপনি ভাবেন অবশেষে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে, তখন কিছু একটা এসে যেন সবকিছু শেষ করে দেয়। তার মতো ইরানের ১৭ বছর বয়সি পুয়া কারামি এবং মিয়ানমারের ১৮ বছর বয়সী গু গু-এর মতো অনেকেই...