১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম শেরপুরের নালিতাবাড়ীতে (পিডিবি) প্রকল্পের প্রায় অর্ধকোটি টাকার তার চুরি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে ওই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের ৯ কর্মকর্তা-কর্মচারী। রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে নালিতাবাড়ীর কালিনগর বাইপাস এলাকায় ঠিকাদারের ভাড়া ডিপো থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ২ ড্রাম তার, একটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, ফরহাদ (৩২ ), রফিকুল ইসলাম (৪৫) শাকিল (২২) রঞ্জু (২৭) মোবারক (৩৫) তৈয়ব আলী (৩৪) সিয়াম হাসান (২০) আব্দুস সাত্তার (৩২) ও মোফাজ্জল হোসেন (২৪)। জানা গেছে, পিডিবি উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনের কাজ করছে এমআরএম ইন্টারন্যাশনাল। ঢাকার পান্থপথের ঠিকাদারি প্রতিষ্ঠানটির কাজ এবছরের ডিসেম্বরে শেষ হবার সময় সীমা থাকলেও বছরের শুরুতেই শেষ হয়ে যায়। উদ্বৃত্ত নতুন...