তৈরি পোশাক খাতের পেশাজীবীদের নিয়ে গঠিত সংগঠন মুরাদনগর আরএমজি প্রফেশনালস (এমআরপি)-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) ঢাকার গুলশান নর্থ ক্লাব লিমিটেডে এ আয়োজন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমআরপি-র প্রধান উপদেষ্টা, শাহ গ্রুপ ও টিএএস গ্রুপের চেয়ারম্যান কে. এম. মজিবুল হক। তিনি তার বক্তব্যে সম্মিলিত উদ্যোগ, পেশাজীবীদের নেটওয়ার্কিং এবং উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশি পোশাক শিল্পকে বৈশ্বিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করার আহ্বান জানান। এ সময় ১১০ জন সদস্য ও অতিথি অনুষ্ঠানে যোগ দেন। এর মধ্যে ছিলেন— কাজী শাহ মুজাক্কের আহমদুল হক, অনারারি কনসাল (ক্রোয়েশিয়া), মো. মনিরুল আলম, যুগ্মসচিব (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়), খন্দকার নুরুল হক, যুগ্মসচিব (বাংলাদেশ ব্রিজ অথরিটি), লে. কর্নেল (অব.) জহিরুল হক, নির্বাহী পরিচালক (ওরিয়ন সিকিউরিটি সার্ভিসেস), মো. ইকবাল বাহার, ব্যবস্থাপনা পরিচালক (ফ্রিডম নিটওয়্যার লিমিটেড), নাছির উদ্দিন...