বেলা ১১টা ৫০ মিনিট, ঢাকায় মুষলধারে বৃষ্টি। এর মধ্যে শহীদ মিনারে নিয়ে আসা হয় লালন সংগীতের সবচেয়ে বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মরদেহ। শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন তার ভক্ত, অনুরাগী ও সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। কেন্দ্রীয় শহীদ মিনারে ফরিদা পারভীনকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান শিল্পী, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত সোয়া ১০টায় মারা গেছেন জনপ্রিয় এই লালন সংগীতশিল্পী। ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরা। শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা হয়েছে। এরপর কুষ্টিয়ার পৌর কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে ফরিদা পারভীনের...