চট্টগ্রাম:প্রখ্যাত আলেমে, হাদিস বিশারদ ও আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদিস, প্রধান মুফতি ও মুহতামিম আল্লামা হাফেজ আহমদুল্লাহ (রহ.) আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫০ মিনিটে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। আল্লামা আহমদুল্লাহ আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সহ-সভাপতি, ইসলামিক ফিকহ বোর্ড বাংলাদেশের পৃষ্ঠপোষক এবং স্বেচ্ছাসেবী সংগঠন সালসাবিলের প্রধান উপদেষ্টা। রাত নয়টায় মাদরাসা প্রাঙ্গণে আহমদুল্লাহর জানাজা অনুষ্ঠিত হয়। এতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা মানুষের ঢল নামে। জানাজা শেষে মাদ্রাসার মাকামে আজিজিয়া কবরস্থানে দাফন করা হয়। সলিমুদ্দীন মাহদী কাসেমী জানিয়েছেন, আল্লামা হাফেজ মুফতি আহমদুল্লাহ (রহ.) ছিলেন বহুমাত্রিক ব্যক্তিত্ব; ইলমের মশাল, তাকওয়ার প্রতিচ্ছবি আধ্যাত্মিকতার প্রদীপ এবং একইসাথে এক অনন্য রাহবর। ব্যক্তিগত জীবনে ছিলেন বিনয় ও প্রজ্ঞার সমন্বয়ে গড়া...