১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম চাঁদপুরের মতলব পৌরসভা এলাকায় তিনটি গ্রামের ১০ বাড়ীতে সিঁধ কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে সংঘবদ্ধ চোরের দল সনাতন পদ্ধতিতে সুরঙ্গ করে ১০টি ঘরে সিঁধ কেটে হানা দিয়ে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল চুরি করে। খোজ নিয়ে জানা গেছে, শনিবার দিবাগত রাতে নবকলস গ্রামের রাজমিস্ত্রি হাবিব উল্লাহ ঘরে,সোবহানের ঘরে,উত্তর নলুয়া গ্রামের সুশীলের ঘরে,বাশার বেপারীর ঘরে সিঁধেল চুরির ঘটনা ঘটেছে। এছাড়া একই রাতে মোবারকদী গ্রামের লোকমান গাজীর ঘরে,আবুল হাসেম প্রধানীয়ার ঘরে,জয়দল গাজীর ঘরে ও মাস্টার বাড়ীর খালেক এর ঘরে সিঁধেল চুরির ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তরা জানান, সিঁধেল চোররা 'সিঁধকাঠি' নামে এক ধরনের শাবল বা খুন্তির মতো দণ্ড ব্যবহার করে...