মুন্সীগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নার বিরুদ্ধে ধর্মান্তরিত করে বিয়ের পর অর্থ-সম্পদ লুটে নিয়ে জোরপূর্বক ডিভোর্সের অভিযোগে সংবাদ সম্মেলনে করেছেন সাবেক স্ত্রী। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্লেসক্লাবে মৌসুমী হক নামে ওই নারী সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। অন্যদিকে যুবদলনেতা মোজাম্মেল হক মুন্নার দাবি, মৌসুমি তাকে তালাকের নৌটিশ পাঠিয়েছেন। অন্যপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে এখন তিনি রাজনৈতিকভাবে ক্ষতি করতে মিথ্যা দোষারোপ করছেন। সংবাদ সম্মেলনে মৌসুমী হক জানান, ২০১১ সালে এফিডেভিটের মাধ্যমে প্রথম বিয়ে করে বিভিন্ন স্থানে অবস্থান করেন তারা। ২০২১ সালে এসে ধর্মান্তরিত করে মৌসুমী দাস থেকে মৌসুমী হক নামে তাকে পুনরায় বিয়ে করেন মোজাম্মেল। পরে বিভিন্ন সময় তার কাছ থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা লুটে নেন এবং রাজধানী উত্তরায় একটি ফ্ল্যাট দখলে নেন তিনি।...