মার্কিন অঙ্গরাজ্য টেক্সাসে শরিয়াহ আইন কার্যকরের যেকোনও চেষ্টা নিষিদ্ধ ঘোষণা করেছেন গভর্নর গ্রেগ অ্যাবট। ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তির ওপর ‘শরিয়াহ মানতে বাধ্য করার’ চেষ্টা হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে স্থানীয়দের আহ্বান জানিয়েছেন তিনি। ৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে হিউস্টনের এক ভিডিও ভাইরাল হয়। সেখানে এক মুসলিম আলেমকে মাইকে দোকানদারদের মদ, শুকরের মাংস ও লটারি বিক্রি না করার আহ্বান জানাতে দেখা গেছে। এ প্রসঙ্গ টেনে গভর্নর অ্যাবট বলেছেন, এ ধরনের হয়রানি টেক্সাসে সহ্য করা হবে না। এক্স-এ দেওয়া পোস্টে তিনি লিখেছেন, শরিয়াহ আইন নিষিদ্ধ করে আমি একটি আইনে সই করেছি। কোনও ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তি যেন ভয়ে না থাকে। টেক্সাসে আলাদা কোনও শরিয়াহ নিষেধাজ্ঞা আইন নেই। তবে ২০১৭ সালের আমেরিকান লজ ফর আমেরিকান কোর্টস বিল অনুযায়ী, বিদেশি বা ধর্মীয় আইন মার্কিন আইনের সঙ্গে...