বরেণ্য লালনশিল্পী ফরিদা পারভীনকে তার শেষ ইচ্ছা অনুযায়ী বাবা-মায়ের কবরে দাফন করা হয়েছে। কুষ্টিয়া পৌর কবরস্থানে তার দ্বিতীয় জানাজা শেষে রোববার রাত ৯টার পরে তাকে দাফন করা হয়। এর আগে রাত সাড়ে ৮টায় কিংবদন্তি এই শিল্পীর মরদেহবাহী ফ্রিজিং গাড়ি এসে পৌঁছায় কুষ্টিয়া পৌর কবরস্থানের সামনে। সেখানে রাত ৮টা ৪০ মিনিটে তার জানাজা অনুষ্তি হয়। এতে অংশ নেন তার পরিবারের সদস্য, চিন্তক ও কলামনিস্ট ফরহাদ মজহার, লালন গবেষক ও লেখক লালিম হক, কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনসহ সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তি, সংগীত শিল্পী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীরা। তারা সন্ধ্যা থেকেই ফরিদা পারভীনের মরদেহ কুষ্টিয়ায় আসার অপেক্ষায় ছিলেন। মাগরিবের পর তার দাফন হওয়ার কথা থাকলেও মরদেহবাহী গাড়ি কুষ্টিয়ায় পৌঁছাতে দেরি হওয়ায় পরে সময় বদলে এশার পরে নির্ধারণ করা হয়। এর আগে বিকালে...