আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। কিন্তু লড়াই জমলই না। ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান গুটিয়ে গেল অল্প রানে। আরেকটি একপেশে ম্যাচ জিতে সুপার ফোরের দুয়ারে পৌঁছে গেল ভারত। এশিয়া কাপের ‘এ’ গ্রুপের ম্যাচটিতে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের জয় ৭ উইকেটে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার ৬ উইকেটে ৬৪ রানের ধ্বংসস্তূপ থেকে পাকিস্তান ১২৭ পর্যন্ত যেতে পারে শাহিন আফ্রিদির ক্যামিও ইনিংসের সুবাদে। ৪ ছক্কায় ১৬ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন এই পেসার। দলের ইনিংসে তার চেয়ে বেশি রান করতে পারেন কেবল ওপেনার সাহিবজাদা ফারহান (৪৪ বলে ৪০)। পাকিস্তানকে অল্পে আটকে রাখতে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখেন কুলদিপ ইয়াদাভ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৭ রানে ৪ উইকেট নেওয়া বাঁহাতি এই রিস্ট স্পিনার এবার ১৮ রানে শিকার ধরেন ৩টি। ৫ চার ও এক ছক্কায় ৩৭ বলে অপরাজিত ৪৭...