ইসি কর্মকর্তারা জানিয়েছেন- সংলাপে রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, নির্বাচন পর্যবেক্ষক, বিশেষজ্ঞ এবং আহত জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ জানানো হবে। যাদের আমন্ত্রণ জানানো হবে তাদের তালিকা তৈরির কাজ চলছে। সংলাপের অন্তত ১০ দিন আগে আমন্ত্রণপত্র পাঠানোর পরিকল্পনা রয়েছে। সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজার ছুটি বিবেচনায় রেখে অক্টোবর মাসজুড়ে এই সংলাপ চলতে পারে। করে সংলাপের আয়োজন করতে চায় ইসি। কারণ নতুন নিবন্ধিত দলগুলোকেও এবারের সংলাপে রাখতে চায় কমিশন। সেজন্য নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করতে কাজ করে যাচ্ছে ইসি। ইতোমধ্যে নিবন্ধনে আগ্রহী ২২টি নতুন দলের মাঠপর্যায়ের তদন্ত শেষ হয়েছে এবং কমিশন এখন প্রতিবেদনগুলো পর্যালোচনা করছে। নিবন্ধনযোগ্য দলের বিষয়ে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেয়া হবে এবং কোনো আপত্তি থাকলে তার শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। আগামী ২৩-৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন...