যুগপৎ আন্দোলন নিয়ে বিভ্রান্তি, পৃথক কর্মসূচিতে খেলাফত মজলিস বিএনপি ক্ষমতায় গেলে উচ্চকক্ষে পিআর বাস্তবায়ন করবে না, তাই পিআর পদ্ধতিবিহীন উচ্চকক্ষ বাস্তবায়ন করতে দেয়া হবে না: মামুনুল হক রোববার,(১৪ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক তাদের কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরগুলোতে এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশে জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল। মামুনুল হক সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন। ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ। জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা। সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি বাস্তবায়ন ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার...