রোববার (১৪ সেপ্টেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই নতুন উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে। এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। সভায় বক্তৃতার শুরুতেই নির্বাচন কমিশনার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “বর্তমান নির্বাচন কমিশন দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।” নির্বাচন কমিশনার জানান, প্রবাসী ভোটারদের জন্য একটি ডিজিটাল রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা হবে। মোবাইল...