সিনেট সদস্য হিসেবে ডাকসুর পাঁচ প্রতিনিধি হলেন: সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন খান, আসিফ আব্দুল্লাহ ও সাবিকুন্নাহার তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। রোববার,(১৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়সংলগ্ন লাউঞ্জে ডাকসুর প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানসহ ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক সভা শেষে সাংবাদিকেদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিরা। এ সময় ডাকসু থেকে সিনেট সদস্য হিসেবে পাঁচ প্রতিনিধির নাম ঘোষণা করেন নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ। তারা হলেন- ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ও সদস্য সাবিকুন্নাহার তামান্না। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এস এম ফরহাদ বলেন, আমরা প্রথমে ভেবেছিলাম...