১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধ না করলে অন্তর্বর্তী সরকারের মুখোশ খুলে দেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। এ প্রক্রিয়ায় যেসব রাজনৈতিক দল সমর্থন দিচ্ছে জনগণের কাছে তাদেরও মুখোশ খুলে দেয়া হবে বলে জানিয়েছেন স্কপ নেতারা। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও লালদিয়ার চর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেয়ার প্রক্রিয়ার প্রতিবাদে ‘পদযাত্রা ও সমাবেশ’ কর্মসূচিতে তারা এ হুঁশিয়ারি দেন। গতকাল রোববার নগরীর বারিক বিল্ডিং মোড় থেকে পদযাত্রা করে বন্দর ভবন গেইটে যান হাজারো শ্রমিক-কর্মচারী। পদযাত্রা শেষে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে স্কপ নেতা ও বিভাগীয় শ্রমিক দলের সভাপতি নাজিম উদ্দিন বলেন, ‘আমাদের চট্টগ্রামে একটা কথা আছে- জান দেব, তবু...