১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম চেক প্রজাতন্ত্রে এক রহস্যময় ফর্মুলা রেস কার চালককে অবশেষে পুলিশ গ্রেফতার করেছে, যাকে নিয়ে গত ৬ বছর ধরে নানা গুজব ছড়িয়েছিল। ২০১৯ সালে প্রথমবার মোটরওয়েতে লাল রঙের ফর্মুলা কারটির গতির খবর আসে। ক্যামেরায় ধরা পড়লেও চালক সবসময় ভিসরযুক্ত হেলমেট পরে থাকায় তার পরিচয় নিশ্চিত করা যায়নি।গত রোববার প্রাগের দক্ষিণ-পশ্চিমে একটি গ্যাস স্টেশনে গাড়িটি দেখা গেলে পুলিশ তাড়া করে তাকে আটক করে। ধরা পড়া ব্যক্তির বয়স ৫১ বছর। চেক পুলিশের মতে, ফর্মুলা ধরনের রেসিং কার রাস্তায় চালানো আইনসিদ্ধ নয়, কারণ এতে লাইট, নম্বর প্লেট বা অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা থাকে না।যদি অভিযুক্ত দোষী প্রমাণিত হয়, তবে তাকে ৫ হাজার থেকে ১০ হাজার চেক ক্রোনা (২৪০-৪৮০ মার্কিন ডলার) জরিমানা এবং ৬...