গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তারমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে রোববার,(১৪ সেপ্টেম্বর ২০২৫) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৭ হাজার ৮৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আর চিকিৎসাধীন অবস্থায় ১৫০ জনের মৃত্যু হয়েছে। মশাবাহিত রোগ নিয়ে গবেষণা ও নিয়ন্ত্রণের জাতীয় প্রতিষ্ঠান দরকার: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, ঢাকা বিভাগে ১২২ জন, ঢাকা উত্তর সিটিতে ১১৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২৮ জন, খুলনা বিভাগে ৩৫ জন, ময়মনসিংহে ২১ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, রংপুর বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ৪ জন আক্রান্ত হয়েছে। বয়সভেদে: ৫ বছরের ৩৪ শিশু, ৬-১০ বছরের শিশু ২২জন,২১-২৫ বছর বয়সের ১০১ জন, ৮০ বছর বয়সের ১ জন,...