প্রতি বছর শুধু নতুন চলচ্চিত্র প্রদর্শনের আসর নয়, বরং বিশ্ব চলচ্চিত্রে অস্কারের আগাম সংকেত হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)। প্রতিবছর দর্শক নির্বাচিত পিপল’স চয়েস অ্যাওয়ার্ড সেই কারণেই আলোচনার কেন্দ্রে থাকে। এবারের ৫০তম আসরে ইতিহাস তৈরি করলেন চীনা বংশোদ্ভূত মার্কিনি নির্মাতা ক্লোয়ে ঝাও। তার নতুন ছবি ‘হ্যামনেট’ শুধু দর্শক হৃদয় জয় করেনি, বরং ঝাওকে টিআইএফএফ ইতিহাসের প্রথম নির্মাতা হিসেবে দ্বিতীয়বার পিপল’স চয়েস জেতার সম্মান এনে দিলো। পূর্বের অভিজ্ঞতা বলছে, টিআইএফএফ-এর পিপল’স চয়েস অ্যাওয়ার্ড অনেক সময় অস্কারের ‘সেরা ছবি’র প্রতিযোগিতার মানদণ্ড নির্ধারণ করে দেয়। গত ১৫ বছরে এই পুরস্কারজয়ী ১২টি চলচ্চিত্র অস্কারের মনোনয়ন পেয়েছে, আর ৪টি শেষ পর্যন্ত সেরা ছবির স্বীকৃতি ঘরে তুলেছে। উল্লেখযোগ্যভাবে ঝাওয়ের ‘নোম্যাডল্যান্ড’ (২০২০) সেই তালিকায় রয়েছে। তাই এবারের ‘হ্যামনেট’ জয় নিঃসন্দেহে ঝাওকে আবারও...