মাত্র ৩৩ বছর বয়সে মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব হয়েছেন সোহেল রানা। রোববার (১৪ সেপ্টেম্বর) শিবচর উপজেলা বিএনপির এক বিশেষ সম্মেলনে তাকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়।সম্মেলনে মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া ও সদস্য সচিব জাহান্দার আলী জাহান উপস্থিত ছিলেন।সোহেল রানা বর্তমানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হল শাখা ছাত্রদলের সদস্য সচিব এবং কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।সোহেল রানা বলেন, স্কুলজীবন থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশের গণতন্ত্রের প্রবাদপুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী চেতনায় নিজেকে সব সময় লালন করেছি। জেল-জুলুম, হামলা-মামলার তোয়াক্কা না করে...