কুমিল্লায় নিখোঁজের পরদিন রেললাইনের পাশ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে পালপাড়া রেললাইনের পাশে লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। সন্ধ্যায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। নিহত ব্যবসায়ীর নাম জামশেদ ভূঁইয়া (৪৪)। তিনি ইলেকট্রনিক পণ্যের ব্যবসা করতেন। কুমিল্লা নগরের ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী এলাকার ভূঁইয়া বাড়ির সাবেক কমিশনার মৃত আব্দুল কুদ্দুস ভূঁইয়ার ছেলে জামশেদ। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে মাগরিবের নামাজ পড়তে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন জামশেদ। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় তার বড় ভাই নিখোঁজের জিডি...