চকরিয়া থানা হাজতে দুর্জয় চৌধুরীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড় নিয়েছে। মৃত্যুর দীর্ঘ ২২ দিন পর আদালতের নির্দেশে থানার সাবেক ওসি শফিকুল ইসলামসহ চার পুলিশ সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খানমসহ নয়জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। রোববার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. মামুনুর রশীদ এ মামলা গ্রহণ করে কক্সবাজারের পুলিশ সুপারকে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেন। নিহত দুর্জয়ের বাবা কমল চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে—চকরিয়া থানার তৎকালীন ওসি শফিকুল ইসলাম, এএসআই মহিউদ্দীন, কনস্টেবল মহিউদ্দীন ও ইসরাক, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাবেয়া খানম, সহকারী শিক্ষক জসীম উদ্দিন ও মোস্তফা কামাল, অফিস সহায়ক পারভেজ,...