ভারতে অবৈধ অনলাইন বেটিং অ্যাপ ‘ওয়ানএক্সবেট’-এর সঙ্গে জড়িত থাকার মামলায় এবার ডেকে পাঠানো হলো তৃণমূলের সাবেক সাংসদ এবং টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে। ১৫ সেপ্টেম্বর মিমিকে এবং উর্বশীকে ১৬ সেপ্টেম্বর আদালতের পক্ষ থেকে হাজিরা দিতে বলা হয়েছে। তাদের দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র সদর দফতরে সময় মতো উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। জানা গেছে, এই মামলায় ‘ওয়ানএক্সবেট’ অ্যাপের প্রচার ও ব্র্যান্ডিংয়ের সঙ্গে যেসব অভিনেতারা যুক্ত ছিলেন, তাদের ভূমিকা খতিয়ে দেখছে ইডি। এর আগেও একাধিক অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তদন্তের অংশ হিসেবে। ইডি জানিয়েছে , ‘ওয়ানএক্সবেট’...