পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বিয়ের যাত্রীদের বহনকারী একটি বাস নদীতে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির জামফারা রাজ্যে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পরিবহণ ইউনিয়নের এক কর্মকর্তা ও গ্রামবাসী। খবর এএফপির। নাইজেরিয়ার ন্যাশনাল ইউনিয়ন অব রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্সের (এনইউআরটিডব্লিউ) কর্মকর্তা আবু বকর মুহাম্মদ এএফপিকে বলেন, শনিবার সন্ধ্যার দিকে বিয়ের যাত্রীদের বহনকারী বাসটি আংশিকভাবে ধসে পড়া একটি সেতুর ওপর থামানো হয়েছিল। কিন্তু হঠাৎ করেই বাসটি পেছনের দিকে গড়িয়ে নদীতে পড়ে যায়। আরও পড়ুনআরও পড়ুনস্ত্রীর পদবী নিতে পারবেন স্বামীরাও, আদালতের রায় তিনি বলেন, বাসটি নববধূ ও তার স্বজনদের নিয়ে বরের বাড়ির দিকে যাচ্ছিল। পথে জামফারা রাজ্যের ফাস গ্রামের কাছাকাছি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। চালক ব্রেক টানতে ভুলে যাওয়ায় এই...