বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন,২০০৭ সাল থেকে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়ে আসছে। দিবসটি গণতন্ত্রের গুরুত্ব ও এর অন্তর্নিহিত শক্তি তুলে ধরার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি বাংলাদেশসহ বিশ্বের গণতন্ত্রকামী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। তিনি আরও বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলীয় বাকশালের আগ্রাসী থাবা থেকে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তার দর্শন এবং বাংলাদেশী জাতীয়তাবাদ গণতন্ত্রকেন্দ্রিক ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই চিন্তা ও দর্শনকে এগিয়ে নিয়ে গেছেন, যার জন্য তাকে স্বৈরতন্ত্রের বিভিন্ন হিংস্র আক্রমণের সম্মুখীন হতে হয়েছে। তারেক রহমান উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকে বারবার স্বৈরতন্ত্র...