ভারত-পাকিস্তানের মতো চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে আম্পয়ারিং নিয়ে বিতর্ক। এই ম্যাচে আম্পায়ারিং করেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল ও শ্রীলংকান আম্পায়ার রুচিরা পল্লিয়াগুরুগে। তাদের প্রতিটি আপিলের জবাবে রিভিউ নিতে বাধ্য হন পাকিস্তানের ব্যাটসম্যানরা। প্রতিপক্ষের আবেদনে পাঁচবার আঙ্গুল তুলে তিনবার স্যরি বলে ক্ষমা চাইতে হয় এই দুই ফিল্ড আম্পায়ারকে। তাইতো ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোতে যেখানে প্রতিটি বলের বর্ণনা দেওয়া হয় সেখানে জাসিয়া নামে একজন লেখেন, ‘এত বড় ম্যাচে এ কেমন আম্পায়ারিং। আম্পায়ারদের প্রতিটি আপিলের জবাব দিতে হলো? এমনকি তেমন কোনো ক্লোজ কলও ছিল না। এত বড় ম্যাচে আম্পায়ারিং আরও ভালোভাবে করা দরকার ছিল।’ এশিয়া কাপের ১৭তম আসরের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীর এই রোমাঞ্চকর লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। বিতর্কিত আম্পায়ারিংয়ের ম্যাচে চরম...