এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুবাইয়ে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব টসের সময়ই বলেন, তিনি জিতলে বোলিংই নিতেন। পাকিস্তান শুরু থেকেই ছিল চাপে। প্রথম ১০ ওভারে পাকিস্তান তোলে ৪ উইকেটে ৪৯ রান। ৯৭ রানে অষ্টম উইকেট হারানো পাকিস্তান যে একশো করবে সেটিই হয়তো আশা করেননি সমর্থকরা। তবে ক্রিজে যে ছিলেন আফ্রিদি! শাহিন শাহ আফ্রিদি। এদিন যেন বনে গেলেন পুরো ব্যাটমস্যান। তার ১৬ বলে অপরাজিত ৩৩ রানের ক্যামিওতে পাকিস্তান করে ৯ উইকেটে ১২৭ রান। আফ্রিদির ইনিংসে ছিল ৪টি...