নিপীড়ন ও নির্যাতনকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন জামায়াতে ইসলামীতে ঠাঁই হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই দাবি করেন তিনি।রিজভী বলেন, এখন আমরা খবর পাই, বিভিন্ন এলাকায় এলাকায় ওই সব নিপীড়নকারী-নির্যাতনকারী আওয়ামী লীগারদের জামায়াতের সদস্য করা হচ্ছে। এর প্রমাণ আছে, ডকুমেন্ট আছে, সামাজিক মাধ্যমে সব প্রকাশ হচ্ছে।তিনি বলেন, ইঞ্জিনিয়ার ভাইদের বলি, ফ্যাসিবাদের দোসররা౼ যাদের বিভিন্ন জায়গায় ছবি আছে, অতীত কর্মকাণ্ড আছে౼ তারা যেন আপনাদের এই সংগঠনে ঢুকতে না পারে, এটা আপনাদের নিশ্চিত করতে হবে।ডাকসু-জাকসুতে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, কেউ কেউ মনে করছেন যে বিশ্ববিদ্যালয়ে একধরনের ফলাফল হয়েছে। গণতন্ত্রে সাধারণ ছাত্রসমাজের ইচ্ছার প্রতিফলন, তার...