১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন চাইবেন কিনা—এ বিষয়ে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের মতামত নিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা প্রফেসর ড. সাইফুল ইসলাম। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে তাঁর নিজ বাসভবন ধানশীষ হাউস প্রাঙ্গণে আয়োজিত এ মতবিনিময় সভাটি শুরুতে ছিল সীমিত আকারে। কিন্তু ধীরে ধীরে হাজারো মানুষ উপস্থিত হয়ে দু’হাত উঁচিয়ে এবং স্লোগান দিয়ে তাঁকে দলীয় মনোনয়ন চাওয়ার জন্য সমর্থন জানান। সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট বুলবুল আবু সাঈদ শামীম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনজুরুল আলম দুলাল, ড্যাবের নেতা ডা. জাহিদ হাসান রিপকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।হাজারো মানুষের উপস্থিতির উচ্ছ্বাসে ড. সাইফুল ইসলাম বলেন,...