বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। প্রধান উপদেষ্টাও ঘোষিত সময়ে নির্বাচনের বিষয়ে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। আমরা তাকে নির্বাচন নিয়ে আমাদের অবস্থান জানিয়েছি। তাকে এও জানিয়েছি, জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশে আইনি পন্থার বাইরে সংবিধান সংশোধনীর কোনও নজির সৃষ্টি হোক সেটা আমরা চাই না।’ রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘জুলাই সনদ হবে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও রাজনৈতিক দলিল। তাই এটি যেন প্রশ্নাতীত হয় এবং ভবিষ্যতে যেন আইনি চ্যালেঞ্জে না পড়ে। প্রয়োজনে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা বৈঠক করে পরামর্শ নিয়েও বাস্তবায়ন করতে পারেন। আমরা চাই আলোচনার...