রান্নায় আবারও বিশ্ব রেকর্ড গড়লেন নাইজেরিয়ার জনপ্রিয় শেফ হিল্ডা বাচি। শুক্রবার তিনি এক বিশাল কড়াইয়ে সবচেয়ে বেশি পরিমাণ জোলোফ রাইস রান্না করে নতুন কীর্তি স্থাপন করেছেন। এই রেকর্ডের জন্য ব্যবহার করা হয় ৫ টনের বেশি বাসমতী চাল, ৫০০ কার্টন টমেটো সস, ৭৫০ কেজি রান্নার তেল এবং ৬০০ কেজি পেঁয়াজ। প্রায় ছয় মিটার ব্যাস ও সমান গভীরতার একটি স্টিলের কড়াইয়ে রান্না হয় খাবারটি। মাত্র ২৮ বছর বয়সী হিল্ডার সঙ্গে ছিলেন ১০ জন সহকারী। রান্নার সময় হাজির ছিলেন হাজারো মানুষ। হিল্ডা এর আগে টানা চার দিন রান্না করে বিশ্বের দীর্ঘতম রান্নার ম্যারাথনের রেকর্ড করেছিলেন। এবারও তিনি নতুন রেকর্ডের প্রমাণ হিসেবে ছবি ও ভিডিও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন। রান্নার পর খাবারটি উপস্থিত জনতার মধ্যে বিতরণ করা হয়। জোলোফ রাইস পশ্চিম...