ম্যাচের শেষ বাঁশি বাজার আগে নাটকীয় এক জয় লিভারপুলের। প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর লড়াইয়ে ৯৫তম মিনিটে মোহাম্মদ সালাহর পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে বার্নলিকে হারিয়েছে অলরেডরা। এই জয়ে আবারও টেবিলের শীর্ষস্থান দখল করেছে আর্নে স্লটের দল। ম্যাচজুড়ে বার্নলির রক্ষণভাগ দুর্দান্তভাবে লিভারপুলকে আটকায়। অলরেডদের হয়ে ডমিনিক সোবোস্লাই ও ফেদেরিকো কিয়েসা একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। এদিকে, দ্বিতীয়ার্ধে ফ্যাবিয়ান ভির্টজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বার্নলির লেসলি উগোচুকুকে। ৮৪ মিনিটে বার্নলি ১০ জনের দলে পরিণত হলেও লিভারপুল শেষ মুহূর্ত পর্যন্ত গোল খুঁজে পাচ্ছিল না। তবে ইনজুরি টাইমের শেষ মিনিটে জেরেমি ফ্রিমপংয়ের ক্রস হাতে লাগায় হ্যানিবাল মেজব্রি, ফলে পেনাল্টির সুযোগ পায় লিভারপুল। সুযোগ কাজে লাগিয়ে সালাহ গোল করেন এবং দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এই জয়ে লিভারপুল তৃতীয়বারের মতো...