হাঁটুর চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন সাকিব মাহমুদ। সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠেয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার জায়গায় প্রথমবার ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন আরেক পেসার স্কট কারি। গত ৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের হয়ে সবশেষ মাঠে নামেন সাকিব। লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কোনো উইকেট পাননি ২৮ বছর বয়সী এই পেসার। সফরকারীদের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ মেলেনি তার। চোট জর্জর ক্যারিয়ারে আরেকটি বড় ধাক্কা খেলেন সাকিব। পিঠে পরপর স্ট্রেস ফ্র্যাকচারের জন্য প্রায় দুই বছর বাইরে ছিলেন তিনি। মাঠে সম্প্রতি ভালো করছিলেন। ইসিবি এক বিবৃতিতে জানায়, সাকিবের হাঁটুতে ছোট্ট একটি অস্ত্রোপচার প্রয়োজন। গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি সিরিজে ১০.৫৫ গড়ে ৯ উইকেট নেন সাকিব। চলতি বছর মে-জুনে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৮ উইকেট নিয়ে ৩-০ ব্যবধানে ওয়ানডে...