ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামায়াতপন্থী ছাত্র সংগঠনের জয়কে গুরুত্ব দিয়ে ভারতের কংগ্রেস দলের প্রবীণ নেতা ও সংসদ সদস্য শশী থারুর মন্তব্য করেছেন যে, বাংলাদেশে নতুন রাজনৈতিক বাস্তবতাকে অবহেলা করা উচিত হবে না। রোববার এনডিটিভিতে প্রকাশিত এক মতামতে তিনি উল্লেখ করেন, ঢাবি ছাত্র সংসদে জামায়াতপন্থীদের জয় ১৯৭১ সালের পর প্রথমবারের মতো ইসলামপন্থী কোনো সংগঠনের হাতে নিয়ন্ত্রণ যাওয়ার ঘটনা। থারুর মতে, এটি কেবল বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, বরং ভবিষ্যতের জন্য বড় ধরনের ইঙ্গিত। তিনি বিশ্লেষণ করেন, এই ফলাফল আসলে বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল—আওয়ামী লীগ ও বিএনপির প্রতি জনগণের আস্থাহীনতার প্রতিফলন। সাধারণ মানুষ ও তরুণরা এই দলগুলোকে দুর্নীতি, পক্ষপাতিত্ব ও সহিংস রাজনীতির প্রতীক হিসেবে দেখে। তাই হতাশ তরুণরা বিকল্প শক্তি খুঁজছে। তবে থারুর মতে, ভোটের এই ফল সরাসরি ইসলামপন্থী...