আবারও বহিরাগতদের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নারীসহ ২ শিক্ষার্থী। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফাস্ট গেট এলাকায় ক্যাম্পাসে প্রবেশের সময় এলাকাবাসীর সঙ্গে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী দুজন হলেন- কৃষি অনুষদের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী রাশিদুল আলম রিফাত ও নাহার। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে চিকিৎসা নেন এক শিক্ষার্থী। এর পূর্বে গত ৩১ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতদের হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজের খেলার মাঠ জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে রোববার (১৪ সেপ্টেম্বর) এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের ভেতরের রাস্তা ব্যারিকেড দিয়ে অবরোধ ও মানববন্ধন করছিল। এ সময় দুই শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। পরে কথা কাটাকাটির একপর্যায়ে এলাকাবাসীরা শিক্ষার্থীদের ওপর...