বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, আজকের এই দেশকে অস্থিতিশীলতা থেকে মুক্ত করার একমাত্র উপায় হলো ধানের শীষে ভোট দেওয়া। এই ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হবে এবং নেতৃত্বে থাকবেন তারেক রহমান। তার বলিষ্ঠ নেতৃত্বে গত ১৭ বছরে একজন নেতাও দল ছেড়ে যায়নি।রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার জাগীর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।রিতা বলেন, ধানের শীষের সরকার ক্ষমতায় এলে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে, কৃষকরা ন্যায্যতা পাবে আর আমাদের সন্তানদের জন্য সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত হবে। দল ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাংলার সর্বস্তরের মানুষের স্বার্থে রূপায়িত হবে।নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা এমন কোনো কাজ করবেন না, যা দলের ক্ষতি করবে। দীর্ঘ সময়...