দুই দশকের পেশাদার ক্যারিয়ারে বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ কিংবা বার্সেলোনা- সব জায়গায় অনেক তরুণ প্রতিভার সঙ্গে খেলেছেন রবের্ত লেভানদোভস্কি। তবে লামিনে ইয়ামালের মতো কাউকে কখনও দেখেননি তিনি। প্রথম দেখাতেই এই তরুণের সামর্থ্য সম্পর্কে ধারণা পেয়ে যান পোলিশ তারকা। অল্প বয়সেই স্পেন ও বার্সেলোনা দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠা ইয়ামালের ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়েও বললেন অভিজ্ঞ এই স্ট্রাইকার। বার্সেলোনার হয়ে ১৫০তম ম্যাচ খেলার অপেক্ষায় লেভানদোভস্কি। রোববার লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। জার্মানি শীর্ষ দুই ক্লাব ডর্টমুন্ড ও বায়ার্নের আঙিনা রাঙিয়ে ২০২২ সালের মাঝামাঝি বার্সেলোনায় নাম লেখান লেভানদোভস্কি। সম্প্রতি ‘দা টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। সেখানেই উঠে আসে ইয়ামালকে তার প্রথম দেখার প্রসঙ্গ। “এখানে আমার প্রথম অনুশীলন সেশনে (ইয়ামালকে প্রথম দেখি), লামিনের বয়স...