জাতীয় ক্রিকেট লীগ টি-টোয়েন্টির নতুন আসরের প্রথম ম্যাচটিই বৃষ্টির কারণে হয় স্রেফ পাঁচ ওভারের। ঢাকা মেট্রো জয়ী হয় ৭ উইকেটে । রাজশাহীতে টস হেরে ব্যাটিংয়ে নামা স্বাগতিক দল প্রথম দুই ওভারেই হারায় দুই ওপেনারকে। বাঁহাতি স্পিনার আরিফ আহমেদের ওই ওভারে একটি চার মেরে আউট হয়ে যান সাব্বির হোসেনও। তবে সাব্বির রহমান টিকে থাকেন একটু সময় নিয়ে। প্রত্যাশিত রান যদিও উঠছিল না। পুষিয়ে দেন তিনি শেষ ওভারে। তিনি অপরাজিত থাকেন ১৫ বলে ৩৩ রান করে। শেষ ওভারের ঝড়ে রাজশাহী ৫ ওভারে তোলে ৬০ রান। রান তাড়ায় ঢাকা মেট্রো এগিয়ে যায় মাহফিজুলের ব্যাটেই। অধিনায়ক মোহাম্মদ নাঈম শেখ ৭ রান করতে ৮ বল খেলেন। অভিজ্ঞ মাহমুদউল্লাহ প্রথম বলে বাউন্ডারিতে শুরু করলেও আউট হয়ে যান ৪ বলে ৬ রান করে। মাহমুদউল্লাহর পর ব্যাটিং অর্ডারে...