রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রার্থীদের ব্যালট নাম্বার লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক উৎসবমুখর পরিবেশে বিভিন্ন পদের প্রার্থীদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়। এতে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নির্বাচনি প্রচারণা শুরু হলো। এর আগে শনিবার কয়েকটি প্যানেলের নেতারা নির্বাচন কমিশনে গিয়ে ব্যালট নাম্বার বরাদ্দ পদ্ধতি নিয়ে আপত্তি তোলেন। পরে রাতে প্রার্থীদের দাবির মুখে কমিশনের এক জরুরি সভা বসে। সভায় প্রতিটি পদের বিপরীতে লটারির মাধ্যমে ব্যালট নম্বর নির্ধারণ করার সিদ্ধান্ত হয়। এতে নির্বাচনের ব্যালট নম্বর নির্ধারণ বিষয়ক নীতিমালা সংশোধন করে নির্বাচন কমিশন। লটারিতে রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমানসহ অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচি শুরুর পূর্বে অধ্যাপক সেতাউর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতেই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার...