ভারতে আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অ-২১ জুনিয়র বিশ্বকাপ হকি টুর্নামেন্ট। বৈশ্বিক এই আসরে অংশগ্রহণের লক্ষ্যে গত একমাস ধরে অনুশীলন করছেন লাল সবুজের যুবারা। এবার বিদেশের মাটিতে অনুশীলনের পালা। হকি ফেডারেশনের পরিকল্পনা ছিল চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ দলকে পাকিস্তানে পাঠাবে। পাকিস্তানের পরিবর্তে এখন মালয়েশিয়া যাবেন সামিন রহমানরা। বিষয়টি নিশ্চিত করে ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘আমরা শুরুতে পাকিস্তানে খেলার পরিকল্পনা করছিলাম। কিন্তু তাদের ভিন্ন পরিকল্পনা থাকায় সেখানে যাওয়া হচ্ছে না। এই মাসের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় তাদের অ-২১ দলের সঙ্গে কমপক্ষে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। বয়সভিত্তিক পর্যায়ে পাকিস্তান ও মালয়েশিয়া সমশক্তির দল। তাই মালয়েশিয়ায় প্রস্তুতি নিলেও সমস্যা হবে না।’ এছাড়াও অক্টোবরের শেষ দিকে ইউরোপে দল পাঠানোর পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। এ নিয়ে তিন দেশের...