ভারতে মুক্তি পাচ্ছে না পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও বলিউডের বাণী কাপুর অভিনীত ‘আবির গুলাল’ ছবিটি। ১২ সেপ্টেম্বর ভারত ছাড়া মুক্তি পেয়েছে বিশ্বের নানাপ্রান্তে। বহু বিতর্ক, রাজনৈতিক উত্তাপ ও সীমান্ত-সংবেদনশীলতার ছায়ায় ঢাকা এই ছবি আদৌ ভারতে মুক্তি পাবে তো? এদিকে মোদি সরকার জানিয়ে দিল ভারতে এই ছবির মুক্তির ওপর নিষেধাজ্ঞা তোলা হচ্ছে না। প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) তরফ থেকে জানানো হয়েছে, এই ছবি ভারতে মুক্তি পাচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতে এই ছবি মুক্তির খবর ছড়ায় ঠিকই। কিন্তু খবরটি সম্পূর্ণ মিথ্যা। গত ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল ফাওয়াদ ও বাণী কাপুর অভিনীত এই ছবি। কিন্তু তার কিছু দিন আগেই ঘটে যায় পেহেলগাম হত্যাকাণ্ড। ভারত ও পাকিস্তানের সম্পর্কে অবনতি হয়। কোপ পড়ে ‘আবির গুলাল’ ছবির উপরেও। আটকে যায় মুক্তি। পেহেলগামের ঘটনার...