গাজার জন্য যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের সাহায্যকারী নৌযান এক সপ্তাহ ধরে তিউনিশিয়ার বন্দরে আটকে রয়েছে। এই নৌযান স্পেন থেকে যাত্রা শুরু করে ৭ সেপ্টেম্বর তিউনিশিয়ায় পৌঁছায়। মূল পরিকল্পনা অনুযায়ী, নৌযান গাজার দিকে অগ্রসর হওয়ার কথা ছিল। নৌ দলের দুটি জাহাজ ইসরাইলি ড্রোন আক্রমণের শিকার হলে নৌযানের যাত্রীরা সিদি বু সাইদ মেরিনার কাছে অবস্থান করার সিদ্ধান্ত নেন। ১১ সেপ্টেম্বর নৌদলের কয়েকটি জাহাজ সিদি বু সাইদ ত্যাগ করে উত্তরের বিজের্তে মেরিনার দিকে যাত্রা করে। স্থানীয় সূত্রে জানা গেছে, শক্তিশালী বাতাস এড়ানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়। ১৩ সেপ্টেম্বর অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নৌদল বিজের্তে ছাড়ার প্রস্তুতি নিয়েছে। দ্য নিউ আরব জানায়, ‘উত্তর আফ্রিকা থেকে গাজায় যাওয়া নৌদলের আয়োজনকারীরা শনিবার তিউনিশিয়া থেকে নৌযাত্রা শুরু করার ঘোষণা দিয়েছে। ’‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’’...