গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি পালন করবে দলটি।রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন এ তথ্য জানান। এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের দাবি জানান।রাশেদ খাঁন বলেন, ‘নুরের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে সরকার ব্যর্থ হয়েছে। ১৭ দিন পার হলেও দোষীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্ত কমিটি করা হলেও তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তারা চান, সরকার বসে আলোচনার মাধ্যমে ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করুক।’তিনি বলেন, ‘সরকার শুধু বিদেশে চিকিৎসার আশ্বাস দিয়ে তালবাহানা করছে। নুরকে কোন...