এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিংটা ভালো হলো না পাকিস্তানের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি তারা। ৬ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। শেষ পর্যন্ত শাহীন আফ্রিদির টর্নেডো ব্যাটিংয়ে ৯ উইকেটে ১২৭ রানের মামুলি সংগ্রহ পায়। জিততে ভারতকে করতে হবে ১২৮ রান। ব্যাট হাতে পাকিস্তানের শাহিবজাদা ফারহান ৪৪ বলে ১টি চার ও ৩ ছক্কায় করেন সর্বোচ্চ ৪০ রান। মাত্র ১৬ বলে ৪ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩৩ রান করেন শাহীন। তার স্ট্রাইক রেট ছিল ২০৬.২৫। ফখর জামান করেন ৩ চারে ১৭ রান। এছাড়া ফাহিম আশরাফ ১১ ও সুফিয়ান মুকিম করেন ১০ রান। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোটা।আরো পড়ুন:ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তানআজ মুখোমুখি ভারত-পাকিস্তান: আবেগ, রাজনীতি আর...