১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম মার্কিন সফটওয়্যার, ক্লাউড পরিষেবা এবং সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মের ওপর ভারতের অতি-নির্ভরশীলতা নিয়ে সতর্ক করেছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই)। সংস্থাটি বলেছে, এই অত্যধিক নির্ভরতা কেবল একটি প্রযুক্তিগত পছন্দ নয়; এটি একটি কৌশলগত দুর্বলতা। ভূ-রাজনৈতিক উত্তেজনার সময়ে, এই নির্ভরতা অর্থনৈতিক দুর্বলতা এবং জাতীয় নিরাপত্তার ঝুঁকির কারণ হতে পারে। এই ঝুঁকিগুলো মোকাবিলায় একটি "ডিজিটাল স্বরাজ মিশন" এর প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। জিটিআরআই এর প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব জানান, ভারতের ৫০ কোটিরও বেশি স্মার্টফোন গুগলের অ্যান্ড্রয়েড সিস্টেমে চলে, যা দেশের যোগাযোগ ব্যবস্থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কাছে সংবেদনশীল করে রেখেছে। প্রতিবেদনে আরও সতর্ক করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে পরিষেবা বন্ধ করে দিলে সারা দেশে ডিজিটাল পেমেন্ট, ট্যাক্স জমা দেওয়া ও সরকারি...