এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণের প্রথম ইনিংসে দাপটটা দেখাল ভারতই। গ্যালারিতে অনেকটা নিরব দর্শক হয়েই থাকতে হলো পাকিস্তানের সমর্থকদের। পাকিস্তানের ব্যাটাররা প্রথমে পুড়ল ভারতের পেস আগুনে এরপর নীল হলো স্পিন বিষে। যাওয়া-আসার মিছিলের ভীরে শাহিন শাহ আফ্রিদির ক্যামিওতে ১০০ ছাড়ানো পুঁজি পেয়েছে ম্যান ইন গ্রিনরা। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানের পুঁজি দাঁড় করায় পাকিস্তান। জয়ের জন্য ভারতের লক্ষ্য ১২৮ রান। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের প্রথম বলেই সবাইকে হতাশ করে ফেরেন ওপেনার সাইম আইয়ুব। দ্বিতীয় ওভারে বিদায় নেন মোহাম্মদ হারিসও। তার ব্যাট থেকে আসে ৫ বলে ৩ রান। এরপর তৃতীয় উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন ওপেনার সাহিবজাদা ফারহান আর ফখর জামান। ৩৮ বলে ৩৯...