এশিয়া কাপ টি-টুয়েন্টিতে ভারত বোলারদের বিপক্ষে বেগ পেতে হয়েছিল বেশ পাকিস্তান ব্যাটারদের। কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলদের তোপে একের পর এক উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। একপ্রান্ত আগলে রাখা সাহিবজাদা ফারহানের মাটি কামড়ানো ব্যাটিং ও শেষ দিকে শাহিন শাহ আফ্রিদির ঝড়ো ক্যামিওতে ভারতের সামনে ১২৮ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে ভারত। এশিয়া কাপ টি-টুয়েন্টিতে গ্রুপপর্বের লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১২৭ রানের সংগ্রহ গড়ে দলটি। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান। সাইম আইয়ুবকে ফেরান হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় ওভারে মোহাম্মদ হারিস জাসপ্রীত বুমরাহ’র শিকার হন। ৬ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট ৩৯ রান যোগ করেন ফখর জামান ও ফারহান। দলীয় ৪৫...