ভারতের কংগ্রেস নেতা শশী থারুর বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনের বিজয়কে তিনি ভারতের জন্য এক 'অশনি সংকেত' এবং 'রাজনৈতিক ভূমিকম্প' হিসেবে আখ্যায়িত করে বলেছেন, নয়াদিল্লি এখন ঢাকায় একটি বন্ধুত্বপূর্ণ সরকারের নিশ্চয়তা আশা করতে পারে না এবং সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। এনডিটিভিতে প্রকাশিত এক নিবন্ধে থারুর এসব কথা লিখেছেন। তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনকে একটি সাধারণ ছাত্র সংসদ নির্বাচন হিসেবে দেখলে বড় ভুল হবে। ঐতিহাসিকভাবে এটি বাংলাদেশের রাজনীতির গতিপ্রকৃতি বোঝার একটি ব্যারোমিটার। ১৯৭১ সালের পর এই প্রথম কোনো ইসলামপন্থী ছাত্র সংগঠনের এমন বিজয়কে তিনি ভারতের জন্য একটি গভীর উদ্বেগজনক লক্ষণ বলে মনে করেন, যার কম্পন ভারতের সীমান্তেও অনুভূত হতে পারে। আরও পড়ুনআরও...